শিলিগুড়ি, ১২ জানুয়ারিঃ শিলিগুড়ির কেজিএফ গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করলো স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি)।বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় এসওজি।গ্রেফতার অভিযুক্তদের নাম বিদ্যুৎ দাস ওরফে রকিভাই, রাজীব বসাক, হরমিত সিং, আরমান মোদক, অনুস্টুপ মজুমদার, শম্ভু দাস, মানিক হালদার, অজিত অধিকারী এবং রাজ সিং।
সূত্রের খবর, প্রায় আড়াই বছর আগে ভক্তিনগর থানা এলাকায় বেশ কয়েকজন মিলে একটি গ্যাং তৈরি করে।সেইসময় এই গ্যাংয়ের কোনো নাম ছিল না।২০২২ সালে কেজিএফ সিনেমা আসার পর গ্যাংয়ের নাম হয় কেজিএফ।এই গ্যাং শহরে নানা ধরণের অসামাজিক ঘটনা ঘটাতে শুরু করে।ভক্তিনগর থানা পুলিশের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল কেজিএফ গ্যাং।
যদিও পুলিশের নাগালের বাইরে ছিল এই গ্যাং।পরবর্তীতে এর দায়িত্ব দেওয়া হয় এসওজিকে।কেজিএফ গ্যাংকে ধরতে এসওজি তৎপর হতেই শহর ছেড়ে পালিয়ে যায় গ্যাংয়ের সদস্যরা।যদিও শহরের বাইরেও এসওজি’র নজরে ছিল গ্যাংটি।এর মধ্যেই গোপন সূত্রে এসওজি’র কাছে খবর আসে যে ইস্টার্ন বাইপাস এলাকায় কেজিএফ গ্যাং এর সদস্যদের দেখা গিয়েছে।এরপর অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে ধৃতদের ভক্তিনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।