শিলিগুড়ি, ২ ডিসেম্বরঃ শিলিগুড়িতে ধরা পড়লো স্কুটি গ্যাং এর দুই সদস্য।নিষিদ্ধ কাফ সিরাপ সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের নাম রাণা রায় এবং রাজ বর্মন।ধৃত দুজন ভক্তিনগর থানা অন্তর্গত শিবরামপল্লীর বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত কিছুদিন ধরে শহরে ছিনতাইয়ের ঘটনায় ঘুম উড়েছিল পুলিশের।এই সমস্ত ঘটনা ঘটনাচ্ছিল স্কুটি গ্যাং।তদন্তে নেমে পুলিশ জানতে পারে ছিনতাই ছাড়া মাদক পাচারেও যুক্ত এই গ্যাং।
রবিবার রাতে রাণা রায় এবং রাজ বর্মন একটি স্কুটিতে করে কাফ সিরাপ পাচার করতে দার্জিলিং মোড় থেকে রেগুলেটেড মার্কেটের দিকে যাচ্ছিল।সেইসময় প্রধাননগর থানা পুলিশের নজরে পড়ে সেই স্কুটি।তাদের দাঁড়ানোর কথা বলা হলে পালাতে শুরু করে তারা।এরপর পিছু ধাওয়া করে রেগুলেটেড মার্কেটের কাছে দুজনকে ধরে ফেলা হয়।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।এরপরই দুজনকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা স্কুটি গ্যাং এর সদস্য।আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।