শিলিগুড়ি, ১৩ আগস্টঃ হাতে বাঁধা রাখি।সেই রাখিতে কোথাও থাকবে মোদির ছবি।আবার কোথাও দিদির ছবি।আর রাখিতেও দিদি ও মোদির লড়াই যেন জমে উঠেছে।
রাখিপূর্ণিমার আগে শিলিগুড়ির মহাবীরস্থান, হাসমি চকে রাখির পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা।নানা বয়সের মানুষের কথা ভেবে নিত্যনতুন রাখিও আনা হয়েছে।আর সেখানেই হাজির দিদি ও মোদি রাখি।আর তা বিক্রিও হচ্ছে ব্যাপক।আনার সঙ্গে সঙ্গেই কিছু দোকানে বিক্রি হয়ে গিয়েছে।
কলকাতা সহ নানা জায়গা থেকে এবার এই রাখিগুলি নিয়ে আসা হয়েছে।একদিকে মোদির ছবি দেওয়া রাখি যেমন রয়েছে তেমনি ঘাসফুল আঁকানো ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাখিও রয়েছে।দোকানগুলিতে দলের নেতারাও সেই রাখিগুলি কিনতে ভিড় করছেন।
ব্যবসায়ীরা জানান, রাখিগুলি আনার সঙ্গে সঙ্গে অধিকাংশ বিক্রি হয়ে গিয়েছে।কিছু রয়েছে, আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেও সেগুলিও বিক্রি হয়ে যাবে।