শিলিগুড়ি, ১৪ মার্চঃ শিলিগুড়িতে ফের তৃণমূলে ভাঙন।রবিবার সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার কথা জানান দীপক শীল ও জোৎস্না আগরওয়াল।দীপক শীল দার্জিলিং জেলা তৃণমূলে সাধারণ সম্পাদক পদে ছিলেন।
রবিবার একটি সাংবাদিক বৈঠকে দুজনে জানান, আমরা বহুদিন ধরে দল করছি।কিন্তু দলের প্রবীণ সদস্যদের জায়গা দেওয়া হচ্ছে না।বিভিন্নভাবে অসম্মানিত হয়েছি।কাজের সুযোগ দেওয়া হচ্ছে না।
দীপক শীল জানান, মমতা ব্যানার্জির কন্ট্রোল আর দলে নেই।পুরনিগম ভোটে প্রার্থী হতে চেয়েছিলাম।কিন্তু তা হয়নি।তারপরও প্রচার করেছি।তিনি আরও বলেন, বিজেপি থেকে ডাকা হয়েছে।কিন্তু যাইনি।আপাতত দল থেকে পদত্যাগ করলাম।অন্যদিকে জ্যোৎস্না আগরওয়ালও বলেন, ইতিমধ্যে পরিকল্পনা নেই কোনো দলে যোগ দেওয়ার।আপাতত দল ছাড়লাম।
দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার এবিষয়ে বলেন, তাদের অভিমান রয়েছে।আমি কথা বলছি।ওনারা আমাদের বহুদিনের দলের কর্মী।