শিলিগুড়ি, ৫ নভেম্বরঃ এনজেপি এর আইওসি সংলগ্ন রায় পাড়ায় দুই পরিবারের মধ্যে বিবাদ ও হাতাহাতির ঘটনা। শনিবার রাতে দুই পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনায় গুরুতর জখম হলেন তিনজন। সেবক রোডের একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিন যুবক। এদিকে রবিবার সকালেও দুই পরিবারের মধ্যে বিবাদ হয়।
কয়েকদিন আগে স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। তা নিয়ে শনিবার রাতে বিবাদ থেকে ঘটনা হাতাহাতিতে জড়িয়ে যায়।
জানা গিয়েছে, কৃষ্ণ রায়, পিন্টু রায় নামে দুজনের সঙ্গে কয়েকদিন আগে আনন্দ রায়, উৎসব রায় ও টুকাই রায়ের কথা কাটাকাটি হয়। শনিবার রাতে কৃষ্ণ, পিন্টু, অভিষেক রায়, কালিপদ রায় সহ বেশ কয়েকজনের উপর আনন্দ, উৎসব, টুকাই ও তাঁদের পরিবারের সদস্যরা হামলা করে বলে অভিযোগ। লোহার রড দিয়ে মারা হয় বলে অভিযোগ কালিপদ রায় ও তাঁর পরিবারের। হামলায় কৃষ্ণ রায়, পিন্টু রায় ও অভিষেক রায় গুরুতর জখম হন। তাঁরা সেবক রোডে একটি নার্সিংহোমে ভর্তি।
রবিবার এনজেপি থানায় আনন্দ, টুকাই, উৎসব ও তাঁদের পরিবারের আরও দুই সদস্যদের নামে অভিযোগ দায়ের করেন কালিপদ রায়। তাঁর অভিযোগ, দিন কয়েক আগে তাঁর ভাস্তাদের সঙ্গে বিবাদ হয় ওই তিন ভাইয়ের। তিনি বাইরে ছিলেন। শনিবার ঝামেলার ব্যাপারে জিজ্ঞাসা করতেই হামলা করে তাঁরা।
অন্যদিকে পারুল রায় জানান, এলাকায় জুয়ার বোর্ড বসানো হয়েছিল। তা নিয়ে ঝামেলার সূত্রপাত। শনিবার রাতে কালিপদ রায় ও তাঁর পরিবারের সদস্যরা হামলা করে।