শিলিগুড়ি,১২ জুনঃ শিলিগুড়িতে এবার চালু হতে চলেছে দুয়ারে ভ্যাকসিন পরিষেবা৷৭০ উর্ধ্ব ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে বাড়ি বাড়িতে গিয়ে দেওয়া হবে টিকা।
পুরনিগমের উদ্যোগে ও শিলিগুড়ি ওয়েলফেয়ার, লিভার ফাউন্ডেশনের সহযোগিতায় দুয়ারে ভ্যাকসিন চালু করা হবে।চলতি মাস থেকেই এই পরিষেবা শুরু করা হবে।পুরনিগমের তরফে তথ্য সংগ্রহের কাজও চলছে।শনিবার শিলিগুড়ি পুরনিগমে জেলা স্বাস্থ্য দফতর, জেলা প্রশাসন ও পুরনিগমের প্রশাসক গৌতম দেব আলোচনায় বসেন।
এদিন গৌতম দেব জানান, দার্জিলিং জেলায় প্রায় ৪.৫ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে।তারমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩.৩৫ লক্ষ মানুষকে।দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১.৮৮ লক্ষ মানুষকে।দুয়ারে ভ্যাকসিন পরিষেবায় সংগঠনগুলিকে টিকা দেবে রাজ্য সরকার।