শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ কোটি টাকার ব্রাউন সুগার সহ ১ জনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতের নাম জাবীর আলী(৩৫)।দেবীডাঙ্গা সংলগ্ন মধ্যপলাশ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গত শনিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সুইমিং পুলের কাছ থেকে জাবীর আলীকে আটক করে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় ২৭০ গ্রাম ব্রাউন সুগার।এরপরই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় কোটি টাকা।ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।