বিনামূল্যে অসহায় করোনা আক্রান্তদের চিকিৎসায় শিলিগুড়িতে ফিল্ড হাসপাতাল, ৩১মে উদ্বোধন

শিলিগুড়ি, ৩০ মেঃ অসহায় করোনা আক্রান্তদের জন্য আগামীকাল থেকে তিনবাত্তি মোড়ে চালু হতে চলেছে ফিল্ড হাসপাতাল।২০টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত বেড নিয়ে চালু হতে চলেছে এই ফিল্ড হাসপাতাল।


লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ফোরাম ফর হিউম্যানিটি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই হাসপাতাল।

মূলত করোনা চিকিৎসা করানোর মত সামর্থ্য যাদের নেই অথবা চিকিৎসা করাতে গিয়ে যারা সর্বস্ব হারিয়েছেন তবুও আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ  হয়ে ওঠেননি, চিকিৎসা খরচও চালানো সম্ভব হচ্ছেনা তাদের জন্যই তৈরি করা হয়েছে এই ফিল্ড হাসপাতাল।


এখানে সম্পূর্ণ বিনামুল্যে চিকিৎসা করা হবে করোনা আক্রান্তদের।ডাক্তার, নার্স, ওষুধ, রোগীর খাবার সবকিছুরই ব্যবস্থা রয়েছে এই ফিল্ড হাসপাতালে।উত্তরবঙ্গে প্রথম এরকম একটা ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে।৩১মে অর্থাৎ আগামীকাল থেকে এই ফিল্ড হাসপাতাল চালু করা হবে।

ফিল্ড হাসপাতালের সঙ্গে যোগাযোগের নম্বরগুলি হল- ৯৭৭২২২৭৪৮৭, ০৩৫৩২৫৬১৯৫৯।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *