শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ কিছুদিনের মধ্যেই শিলিগুড়িতে চালু হচ্ছে ফুড স্ট্রিট।রবিবার লটারির মাধ্যমে ব্যবসায়ীদের হাতে ফুড স্টল গুলি তুলে দিল শিলিগুড়ি পুরনিগম।
শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে এসএফ রোডে করা হয়েছে ফুড স্ট্রিট।যেখানে রয়েছে ২০টি স্টল।স্টলগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলার পাশাপাশি লাগানো হয়েছে নতুন লাইট, বসানো হয়েছে বেঞ্চ। গত বুধবার অবধি স্টলের জন্য পুরনিগমে অনলাইনে আবেদন করেছেন আগ্রহীরা।
এদিন ২০টি ফুড স্টল লটারির মাধ্যমে ব্যসায়ীদের হাতে তুলে দেওয়া হল।এই স্টল নেওয়ার জন্য প্রায় ১ হাজার ২৯টি আবেদন জমা পড়েছিল।তাদের মধ্যে ২০ জন পেলেন এই ফুড স্টল।স্টলের ভাড়া বাবদ পুরনিগমকে মাসে ১০০০ টাকা করে দিতে হবে।
এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।তিনি বলেন, আজ লটারির মাধ্যমে ফুড স্টল গুলি বিতরণ করা হল।স্বচ্ছতার জন্য সমস্তটাই ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে।