শিলিগুড়ি, ১৩ মার্চঃ শিলিগুড়ির এসএফ রোডের দুপাশে তৈরি হবে ফুড লেন।ফুড লেনের জন্য রাস্তার পাশে থাকা বহু পুরোনো বেশকিছু গাছ কেটে ফেলতেই প্রশ্নের মুখে পড়তে হল পুরনিগমকে।এই ঘটনায় ক্ষুব্ধ পরিবেশ প্রেমী সংগঠন এবং শিলিগুড়ি শহরের নাগরিকেরা।
বুধবার গাছ কাটার বিরুদ্ধে সরব হলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ।SF রোডে অভিনব পদ্ধতিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে মৌন প্রতিবাদ মিছিল করেন।পাশাপাশি যে সমস্ত গাছ কাটা হয়েছে প্রত্যেকটি গাছের গোড়ায় প্ল্যাকার্ড লাগিয়ে দেন।
এদিনের বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, গাছ কাটা ছাড়া বিকল্প কি কোন রাস্তা ছিল না।এই ঘটনায় বনদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।উন্নয়নের স্বার্থে আমাদের অনেক কিছুই সমঝোতা করতে হয়।তবে এটা ন্যাশনাল হাইওয়ে কিংবা এশিয়ান হাইওয়ে নয়।এই গাছগুলো রেখেও যদি ফুড লেন করা হত তবে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত।বিষয়টি নিয়ে আদালতেও যাবেন বলে জানান তিনি।