শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ ২১ কিলো গাঁজা সহ দুজনকে গ্রেফতার করল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের নাম দীপঙ্কর মল্লিক এবং অনিল রাম ওরফে গুড্ডু।দীপঙ্কর মল্লিক ভক্তিনগর থানার ৪৪ নম্বর ওয়ার্ড এবং অনিল রাম কুলীপাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ধৃতরা গাঁজা নিয়ে কোচবিহার থেকে বাসে করে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে পৌছায়।গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের কাছ থেকে ২১ কিলো ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।
ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।