শিলিগুড়ি, ১৩ জানুয়ারিঃ আরজি কর কান্ডের পাঁচ মাস পরও অধরা বিচার।তথ্যপ্রমাণ লোপাট, সিবিআইয়ের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে এবং ন্যায় বিচারের দাবীকে সামনে রেখে সোমবার শিলিগুড়িতে গণ কনভেনশনের আয়োজন করলো মেডিক্যাল সার্ভিস সেন্টার, দ্যা নাইট ইজ আওয়ার্স সহ বেশ কয়েকটি সংগঠন।
এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন আরজি কর কান্ডে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের ডঃ অনিকেত মাহাতো, ডঃ আসফাকুল্লা নাইয়া সহ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টরস ফোরামের সদস্যরা।
এদিন ডঃ অনিকেত মাহাতো বলেন, কেন্দ্রের সিবিআই এবং রাজ্য সরকারের মধ্যে আঁতাত রয়েছে।আরজি করের ঘটনায় শুধু সঞ্জয় রায়কে দোষী দেখিয়ে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।কিন্তু তদন্তে বারবার উঠে এসেছে এই ঘটনায় একাধিক ব্যক্তি যুক্ত।আরজি করের অধ্যক্ষকে সরিয়ে দেওয়া সহ পুলিশ ও প্রশাসনে প্রচুর রদবদল করা হয়েছিল।কিন্তু বর্তমানে সঞ্জয় রায়কেই দোষী দেখিয়ে বাকিদের আড়ালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।