শিলিগুড়ি, ১৭ মার্চঃ জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় গুরুতর আহত যুবকের মৃত্যু।মৃতের নাম বিক্রম রায়(২৫)।
জানা গিয়েছে, গতকাল বিক্রম একটি জন্মদিনের পার্টি থেকে ফিরছিল।বেঙ্গল সাফারি পার্কের কাছে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তার বাইকের।হেলমেট না পরায় মাথায় গুরুতর আঘাত পায় যুবক।এদিকে ঘটনার পর দীর্ঘক্ষণ পড়েছিল যুবক।পরে আহত যুবককে উদ্ধার করে সেবক রোডে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পরিবারের সদস্যরা।চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যু হয় যুবকের।জানা গিয়েছে, বিক্রমের বাবা একজন মাছ ব্যবসায়ী।শান্তিনগর বাউবাজার এলাকায় তার একটি মাছের দোকান আছে।বিক্রমও সেই কাজে বাবাকে সাহায্য করত।বিক্রম পরিবারের একমাত্র ছেলে ছিল। যুবকের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার।গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।