শিলিগুড়ি, ১৭ মেঃ শিলিগুড়ির পাঞ্জাবি পাড়ায় সেনার গাড়িতে কাজ করার সময় বিস্ফোরণ।গুরুতর জখম হলেন তিনজন গ্যারেজ কর্মী এবং এক সেনা জওয়ান।
বুধবার সকালে ১৩ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়ার একটি গ্যারেজে সেনা আধিকারিকের গাড়িতে কাজ করা হচ্ছিল।সেইসময় এসি’তে গ্যাস ভরার কাজ করছিল।হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়।ছিটকে পড়েন গ্যারেজের তিন কর্মী।গুরুতর জখম হন তারা।তড়িঘড়ি তাদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।পাশাপাশি আরও এক সেনা জওয়ান জখম হন।
ঘটনার পরই ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ মানিক দে ঘটনাস্থলে যান।পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।আহত তিন গ্যারেজ কর্মী সদেব বিশ্বাস, সঞ্জয় সরকার এবং চিত্ত সরকারকে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর কাউন্সিলর জানান, বিপদজনকভাবে ওই গ্যারেজে কাজ হচ্ছিল।এর আগেও গ্যারেজটিকে এলাকা থেকে সরে যাওয়ার কথা জানানো হয়েছিল।তারপরেও গ্যারেজ কর্তৃপক্ষ সেই কথা শোনেনি বলে অভিযোগ।
এদিন ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
