শিলিগুড়িতে ফের এক শিশু সহ গ্রেফতার ৭ রোহিঙ্গা  

শিলিগুড়ি, ২৯ মেঃ ফের শিলিগুড়িতে গ্রেফতার হল ৭ রোহিঙ্গা।এনজেপি হয়ে পাঞ্জাব যাওয়ার পথে শিশু সহ সাত রোহিঙ্গাকে গ্রেফতার করে এনজেপি জিআরপি।


মাঝেমধ্যেই এনজেপি স্টেশন হয়ে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে এদেশের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে যাতায়াত করে।মঙ্গলবারও ৭ রোহিঙ্গা পাঞ্জাবের উদ্দেশ্যে যাচ্ছিল।বিকেলে অভিযান চালিয়ে চার মহিলা, তিনজন পুরুষ রোহিঙ্গাকে গ্রেফতার করে এনজেপি জিআরপি।তাদের সঙ্গে এক শিশুও রয়েছে।ধৃতরা হল জুবেরা বেগম, রেহানা আখতার,আশিয়া বেগম, হাসিনা বেগম, নুর হাকিম, সাদ্দাম হোসেন ও আজিনুর।সকলেই বাংলাদেশের শরনার্থী ক্যাম্পে থাকতো।

জানা গিয়েছে, অসমের বদরপুর জংশন থেকে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে ওঠে রোহিঙ্গাদের এই দলটি।উদ্দেশ্য ছিল দিল্লি হয়ে পাঞ্জাবে যাওয়ার।তবে আগেই এই খবর পায় এনজেপি জিআরপি।সেই খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে ট্রেনটিতে তল্লাশি চালালে সেখান থেকেই তাদের গ্রেফতার করে এনজেপি জিআরপি।কি উদ্দেশ্যে তারা পাঞ্জাবে যাচ্ছিল তা জানা যায়নি।


বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibombahsegeljojobet girişHOLİGANBETjojobetCASİBOMcasibomcasibom