শিলিগুড়ি, ২১ আগস্টঃ চুরি করতে বিমানে করে শিলিগুড়িতে এসেছিল চোর।এরপর হোটেলে থেকে চুরির ঘটনা ঘটায়।যদিও ২৪ ঘণ্টার মধ্যেই ২ ভিআইপি চোরকে গ্রেফতার করলো পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।ধৃতদের নাম সৌমাল্য চৌধুরী আসানসোলের বাসিন্দা এবং ভিক্টর ঘোষ হুগলীর ভুবনেশ্বরের বাসিন্দা।
জানা গিয়েছে, ধৃত দুজন গত ১৯ তারিখ বিমানে করে শিলিগুড়িতে পৌঁছায়।প্রধাননগর থানা অন্তর্গত একটি নামী হোটেলে ছিল তারা।এরপর গতকাল পানিট্যাঙ্কি ফাঁড়ির অন্তর্গত হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটায়।স্বর্ণালঙ্কার সহ দামী জিনিসপত্র চুরি করে।
সেই চুরির ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।২৪ ঘণ্টার মধ্যেই প্রথমে সৌমাল্য চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রধাননগর থানা পুলিশের সহযোগিতায় হোটেল থেকে তার সঙ্গী ভিক্টরকেও গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার হয়।
আজ এই বিষয়ে শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ত্রিদীপ সরকার।তিনি বলেন, ধৃত দুজনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে।বিমানে এসে শিলিগুড়িতে থেকে চুরির ঘটনা ঘটায় তারা।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।আগামীকাল ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।