শিলিগুড়ি, ১১ জুলাইঃ শিলিগুড়িতে গ্রেফতার ভুয়ো সেনাকর্মী।আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো এবং ভক্তিনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শালুগাড়ার একটি রেস্তোরাঁ থেকে ভুয়ো সেনাকর্মীকে গ্রেফতার করে।ধৃতের নাম ডালচন্দ বর্মা(৫০)।সিকিমের বাসিন্দা।
আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো সূত্রে খবর, ডালচন্দ বর্মা সেনাকর্মী সেজে বেকার যুবকদের সেনায় চাকরি দেওয়ার নামে প্রতারণা করছিল।এই খবর পেতেই আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো এবং ভক্তিনগর থানার পুলিশ তাকে ধরার পরিকল্পনা করে।সোমবার রাতে ডালচন্দ বর্মা শালুগাড়ার একটি রেস্তোরাঁয় মিটিং ঠিক করেছিল।পরিকল্পনা অনুযায়ী সেখানেই গ্রেফতার করা হয় ভুয়ো সেনাকর্মীকে।
জানা গিয়েছে, ডালচন্দ বর্মা ভারতীয় সেনাবাহিনীর উর্দিতে শিলিগুড়িতে ঘুরে বেড়াতো এবং নিজেকে কর্নেল বলে পরিচয় দিত।বেকার যুবকদের সেনাবাহিনীর চাকরি দেওয়ার নাম করে তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে চলে যেত বলে অভিযোগ।
আজ ভুয়ো সেনাকর্মীকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো এবং পুলিশ।