শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়লো শীত।ঠান্ডায় জবুথুবু শহরবাসী।
গত কয়েকদিন ধরেই ঠান্ডার প্রকোপ দেখা যাচ্ছে।তবে আজ জাঁকিয়ে পড়েছে শীত।সকাল থেকেই সূর্যের দেখা নেই।ফলে স্বাভাবিক জনজীবনেও পড়ছে প্রভাব।তবে এই কনকনে ঠান্ডা উপভোগও করছেন অনেকে।অন্যদিকে ঠান্ডা থেকে বাঁচতে শহরের বিভিন্ন এলাকায় আগুন পোহাছেন মানুষ।
শুধু শহরবাসী নয় উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনস্থলে বেড়াতে আসা পর্যটকরাও শিলিগুড়িতে ভিড় জমাচ্ছেন।ঠান্ডা উপভোগ করছেন মানুষ।
