শিলিগুড়ি, ৪ আগস্টঃ অসমে এটিএম প্রতারণার ঘটনায় শিলিগুড়িতে জামতাড়া গ্যাং এর ৩ সদস্যকে গ্রেফতার করলো অসম পুলিশ।
শিলিগুড়িতে আত্মগোপন করেছিল জামতাড়া গ্যাং এর ৩ সদস্য।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার সহযোগিতায় গ্যাং এর তিন সদস্যকে গ্রেফতার করেছে অসম পুলিশ।ধৃতদের নাম মহম্মদ তমাইউদালি(২৯), মুস্তাকিন মিয়াঁ(৩০) এবং আফজল আনসারি(২১)।
জানা গিয়েছে, গত ২৭ জুলাই অসমের এক ব্যক্তির সঙ্গে এটিএম প্রতারণার ঘটনা ঘটে।ব্যক্তির প্রায় ৩০ লক্ষ টাকা উধাও হয়ে যায়।এরপরই ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করে।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে অসম পুলিশ।তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঘটনায় ঝাড়খন্ডের জামতাড়া গ্যাং জড়িত।
এরপর মোবাইল টাওয়ার লোকেশনের সাহায্যে শিলিগুড়িতে পৌঁছায় অসম পুলিশ।প্রধাননগর থানা পুলিশের সহযোগিতায় শিলিগুড়ির জংশনের একটি হোটেল থেকে গ্যাং এর ৩ সদস্যকে গ্রেফতার করে।গ্রেফতার ৩ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করে তিন দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে আজ অসমে রওনা দিয়েছে অসম পুলিশ।
ঝাড়খন্ডের এই জামতাড়া গ্যাং বিভিন্ন রাজ্যে এটিএম জালিয়াতির ঘটনায় জড়িত।এই গ্যাংকে ধরতে ঘুম উড়েছে সাইবার থানার পুলিশদের।এবারে গ্যাং এর ৩ সদস্যকে গ্রেফতার করলো অসম পুলিশ।