শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ শিলিগুড়ির বিধান মার্কেট ও খুদিরামপল্লী এলাকায় জনসংযোগ কর্মসূচি গ্রহণ করলেন মেয়র গৌতম দেব।
এদিন বিধান মার্কেট, খুদিরামপল্লীর ব্যবসায়ী ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।তাদের সুবিধা ও অসুবিধার কথা শোনেন।এদিন মেয়র খুদিরামপল্লীর একটি বাড়িতে যান এবং পুরনো দিনের স্মৃতিচারণ করেন।
মেয়র গৌতম দেব জানান, এই কর্মসূচির সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই। মানুষের পাশে দাঁড়ানোই আমার উদ্দেশ্য। সাধারণ মানুষের সমস্যা শোনা এবং তার সমাধানের চেষ্টা করাই আমার দায়িত্ব।
