শিলিগুড়ি, ১২ জুলাইঃ কলকাতার পর এবারে শিলিগুড়িতেও যাত্রী সাথী অ্যাপের উদ্বোধন করা হল।শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই যাত্রী সাথী অ্যাপের উদ্বোধন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর।
এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই ক্যাব বুকিং করা যাবে।যাত্রা করার সময় কোন সমস্যা হলে পরিবহণ বিভাগে অভিযোগ জানাতে পারবেন যাত্রী।এই অ্যাপে ২৪ ঘণ্টা নজরদারী থাকবে পরিবহণ বিভাগের।
এখন থেকে গাড়ির চালক যাত্রী ও বাইরে থেকে আসা পর্যটকদের থেকে অতিরিক্ত ভাড়া নিতে পারবেন না।আজ এই অ্যাপের উদ্বোধন হওয়ার পর অ্যাপের বিষয়ে সাধারণ মানুষকে জানাচ্ছেন শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।পাশাপাশি গাড়ির চালকদেরও এই অ্যাপ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।যাত্রী সাথী অ্যাপ ডাউনলোড করে পরিষেবা নিতে পারবেন সাধারণ মানুষ।