শিলিগুড়ি: শিলিগুড়িতে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে শিলিগুড়ির আশিঘর মোড় সংলগ্ন সাহু নদীর কাছে দম্পতির দেহ উদ্ধার হয়।
এদিন নদীতে অনিমা বর্মণ নামে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। নদী থেকে কিছুটা দূরে জঙ্গলে গাছে মহিলার স্বামী তপন বর্মণের ঝুলন্ত দেহ পাওয়া যায়।দম্পতির বাড়ি ভোলানাথ পাড়া এলাকায়। অনিমা স্থানীয় একটি কারখানায় কাজ করতো। তপন বর্মন রাজমিস্ত্রির কাজ করতো। শনিবাত সন্ধ্যা ছটা নাগাদ স্ত্রীকে কারখানা থেকে নিতে যান স্বামী। তারপর থেকেই দুজন নিখোঁজ ছিল। রাতে পরিবারের সদস্যরাও খোঁজও করেন। সকালে থারোঘাটির কাছে সাইকেল পাওয়া যায়। এর পরেই দুইজনের দেহ দেখতে পান স্থানীয়রা। মহিলার গলা কাটা অবস্থায় ছিল।
পরিবারের দাবি সংসারে কোন অশান্তি বা ঝামেলা ছিল না। কিন্তু কি কারণে এই ঘটনা কিছুই বুঝতে পারছেন না কেউ। এটি স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা করে থাকতে পারে বলেও অনেকে অনুমান করছেন। দম্পতির দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে আশিঘর ফাঁড়ির পুলিশ।
