শিলিগুড়ি, ৯ জানুয়ারিঃ শিলিগুড়ির বাসিন্দা রেণুকা হত্যাকান্ড নিয়ে ক্ষুব্ধ শহরের মানুষ।অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে এবং রেণুকার ন্যায়বিচারের দাবিতে শিলিগুড়িতে মোমবাতি মিছিল করা হল।
এই মিছিল ৪৩ নম্বর ওয়ার্ডে রেণুকার বাড়ি থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে শালুগাড়া চেকপোস্ট গিয়ে শেষ হয়।মিছিলে প্রচুর মানুষ সামিল হয়ে রেণুকার হত্যাকারী তাঁর স্বামীর কঠোর সাজার দাবি জানান।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের দাদাভাই কলোনির বাসিন্দা রেণুকা খাতুন নিখোঁজ হয়ে যায়।কিন্তু আসল ঘটনা জানা যায় প্রায় ১২ দিন পর।পরিবার শিলিগুড়ি থানায় নিখোঁজ অভিযোগ করতেই তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ।এরপরই রেণুকা খাতুনের স্বামী এমডি আনসারুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়।জিজ্ঞাসাবাদেই সে স্বীকার করে যে সে তাঁর স্ত্রীকে খুন করেছে।গত ২৪ ডিসেম্বর গোয়ালটুলি মোড়ের কাছে স্ত্রীকে নিয়ে যায় এবং সেখানেই স্ত্রীকে খুন করে দেহ দুই টুকরো জলে ফেলে দেয়।এরপর গত শুক্রবার সকালে বস্তাবন্দি দেহ ও মাথা উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দল।
এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়িতে।এরপর থেকে অভিযুক্তের সাজার দাবি তুলেছেন শহরবাসী।এদিন মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন কাউন্সিলর মুন্না প্রসাদ, সুখদেব মাহাতো এবং শোভা সুব্বা সহ সাধারণ মানুষ।
