শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ শিলিগুড়িতে খুন হলেন এক নিরাপত্তারক্ষী।ঘর থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ।বুধবার রাতে হায়দারপাড়ার হিমাচল সরণীতে ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিনয় কুমার।তিনি বিহারের বাসিন্দা।হায়দারপাড়ায় একটি বাড়িতে নিরাপত্তারক্ষীর কাজ করতেন।রাতে দেহ নজরে আসতেই ভক্তিনগর থানায় খবর দেওয়া হয়।
সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।সেখানে এক রিকশা চালককে দেখা গিয়েছে বলে খবর।ঘটনার পরই রাতে ভক্তিনগর থানার পুলিশ ও পুলিশ কর্তারা এলাকায় যান।ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।