শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে কমেছে করোনার প্রকোপ, জানালেন দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ প্রলয় আচার্য।শুক্রবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি এমনটাই জানান তিনি।
তিনি বলেন, করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৮৭ শতাংশ মানুষ।পাশাপাশি মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.৩ শতাংশ।হোম আইসোলেশনেও ভালো সাড়া মিলছে, পাশাপাশি সেফ হাউসে খুব কম রোগী রয়েছে বর্তমানে।এছাড়াও শিলিগুড়ির দুই কোভিড হাসপাতালে রোগীর সংখ্যা ৫০ শতাংশের নীচে নেমেছে।
তিনি আরও বলেন, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করায় আরও সহজ হয়ে উঠেছে তাদের কাজ।এরফলে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমছে।শিলিগুড়ি পুরনিগম এলাকায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।