শিলিগুড়িতে রহস্যজনকভাবে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার! একবছর পর গ্রেফতার ১  

শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ শিলিগুড়িতে রহস্যজনকভাবে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় প্রায় একবছর পর এক ব্যক্তিকে গ্রেফতার করলো আশিঘর ফাঁড়ির পুলিশ।ধৃতের নাম প্রদীপ কুমার চৌধুরী ওরফে পিকে।প্রদীপ কুমার চৌধুরী জমি মাফিয়া হিসেবে পরিচিত।


জানা গিয়েছে, গত ৮ মাস আগে অবৈধভাবে জমি দখল ও বিক্রির অভিযোগে প্রদীপ চৌধুরীকে গ্রেফতার করেছিল আশিঘর ফাঁড়ির পুলিশ।এবারে রহস্যজনকভাবে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাকে।     

উল্লেখ্য, ২০২৩ সালের ৩ ডিসেম্বর শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় একটি বন্ধ ঘর থেকে মা লতা সরকার ও মেয়ে তিয়াসা সরকারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও পাওয়া যায়।সেই সুইসাইড নোটে প্রসেনজিৎ রায়, সুভাষ দাস, সুনীল দাস, সুজিত ঘোষের নাম লেখা ছিল।ঘটনার পর মৃতার স্বামী সাধন সরকার তার স্ত্রী ও মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তৃণমূল নেতা প্রসেনজিৎ রায় সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযোগে নাম থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে।যদিও সেইসময় কেউ গ্রেফতার হয়নি।


ঘটনার প্রায় ১ বছর পেরিয়ে গেছে।এরপরই হঠাৎ এই মামলার ফাইল খোলা হয়।তদন্তে নেমে রবিবার রাতে প্রদীপ কুমার চৌধুরীকে গ্রেফতার করে আশিঘর ফাঁড়ির পুলিশ।পাশাপাশি তার সহযোগীদের খোঁজ শুরু করেছে পুলিশ।        

পুলিশের সন্দেহ, রহস্যজনকভাবে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় প্রদীপ কুমার চৌধুরী জড়িত।আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *