শিলিগুড়িতে মহানন্দার উপর হবে নতুন সেতু! কমবে যানজট

শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ শিলিগুড়ি শহরের যানজট কমাতে এবার শহরে হতে চলেছে নতুন সেতু। মহানন্দা নদীর উপরে ষষ্ঠ সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ভানুনগর থেকে বাঘাযতীন কলোনি অবধি এই সেতু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি নতুন সেতুর দুপাশ দিয়ে নতুন করে দুটি রাস্তা করা হবে। এই সেতু হলে সহজেই সেবক রোড থেকে হিলকার্ট রোডের দিকে আসতে পারবেন মানুষ।


 

অন্যদিকে সেতুর দু’পাশের সেই রাস্তা দিয়ে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে নেমে সহজেই মানুষ পৌঁছে যেতে পারবে মহাত্মা গান্ধী মোড়ের কাছে। সম্প্রতি রাইটস একটি সার্ভে করেছে। বৃহস্পতিবার রামকিঙ্কর হলে সেই রিপোর্ট তুলে ধরা হয় পুরনিগম ও বিভিন্ন দফতরের কাছে।


 

এদিন পুরনিগমের প্রশাসক মণ্ডলী, সেচ দফতর, পুলিশ ও অন্যান্য দফতরের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। জানা গিয়েছে প্রায় ১৫০ কোটি টাকার প্রকল্পের কাজ এটি। পুরো প্রকল্পে একটি সেতু ও দুটি রাস্তা তৈরি হবে। মহানন্দা নদীর পাশ দিয়ে রাস্তা দুটি তৈরি হবে। সেই রাস্তায় সৌন্দার্যায়ন করা হবে৷

One thought on “শিলিগুড়িতে মহানন্দার উপর হবে নতুন সেতু! কমবে যানজট

  1. BISWAJIT ROY says:

    Sahudangi hat,jolpaiguri,n.j.p,/
    Sodhar para ,
    onek purana
    kacha rastha,sob rashta paka amader ai rashta paka hoyna Leno
    Onek somosha hoy rashta kuve karab, garite rugi niya jawa Jay na

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELcasibom