শিলিগুড়ি, ১৮ আগস্টঃ স্বপ্ন দর্শনেই মনসা মায়ের পুজো শুরু হয়েছিল শিলিগুড়ির চৌধুরী বাড়িতে।আজ সকাল থেকে রীতি মেনে সম্পন্ন হল মনসা পুজো।এবছর ৭২তম বর্ষে পদার্পণ করলো তাদের পুজো।
১৯৫২ সালে চৌধুরী বাড়িতে মনসা পুজো শুরু হয়।সেইসময় তারা অসমে থাকতেন।বর্তমানে শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন চৌধুরীর বাবা মিন্টু চৌধুরী স্বপ্নে মায়ের দর্শন পান।সেই থেকে শুরু হয় পুজো।প্রতিবছর নিয়ম রীতি মেনেই হয়ে আসছে চৌধুরী বাড়ির পুজো।
এদিন খোকন চৌধুরী বলেন, ৭২ বছর ধরে আমাদের বাড়িতে পুজো হয়ে আসছে।অসমের বাড়িতে প্রথম পুজো শুরু হয়েছিল।বাবা স্বপ্নে মায়ের দর্শন পান।সেইসবছর আর্থিক অনটনের মধ্যেও পুজো হয়েছিল।সেই থেকে প্রতিবছর পুজো হয়ে আসছে।