শিলিগুড়ি, ৩ আগস্টঃ আধার কার্ড পাচ্ছেন না! বহুদিন ধরে ঘুরেছেন পোস্ট অফিসে। তবুও আধার কার্ড পাননি তো কেউ ব্যাঙ্ক থেকে আসা কাগজ পাননি।আর সেই গুরুত্বপূর্ণ নথি শেষে উদ্ধার হল মাঠ ও রাস্তা থেকে।শিলিগুড়িতে মাঠ ও রাস্তা থেকে উদ্ধার হল কয়েকহাজার কার্ড।মঙ্গলবার সকালে ঘটনা ঘিরে আশিঘর ফাঁড়ির কানকাটা মোড়ে চাঞ্চল্য ছড়ায়।
এদিন সকালে সেখানকার মাঠে ও রাস্তার মধ্যে প্রচুর আধার কার্ড, ব্যাঙ্কের কাগজ ও অন্যান্য নথিপত্র পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ গিয়ে আধার কার্ডগুলি উদ্ধার করে।
এদিন সকালে মাঠে ভেজা অবস্থায় আধার কার্ডগুলি শুকোতে দেওয়া হয়েছিল।তখনই সেগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।পরে খবর দেওয়া হয় পুলিশকে।স্থানীয় বেশকয়েকজন বাসিন্দা সেখানে গিয়ে পরিবারের সদস্যদেরও আধার কার্ড খুঁজে পান।
তাদের অভিযোগ, বহুদিন ধরেই আধার কার্ডের খোঁজে পোস্টঅফিসে ঘুরছিলেন।কিন্তু কিছুতেই আধার কার্ড পাননি।এদিন আধার কার্ডগুলি উদ্ধার হওয়ার পর ক্ষোভপ্রকাশও করেন স্থানীয় বাসিন্দারা।এদিকে সেখানে কিছু কাগজ কুড়ানিরা আধার কার্ড ও অন্যান্য কাগজগুলি রোদে শুকোতে দিয়েছিল বলে জানা গিয়েছে।