দিল্লিতে আন্দোলনরত কুস্তিগিরদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল SFI ও DYFI এর

শিলিগুড়ি, ২৯ মেঃ দিল্লিতে আন্দোলনরত কুস্তিগিরদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে ও তাদের গ্রেফতারের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করল দার্জিলিং জেলা SFI ও DYFI ।


উল্লেখ্য, দিল্লীতে যৌননিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করছে কুস্তিগিররা।রবিবার আন্দোলনকারী কুস্তিগিরদের কর্মসূচি ঘিরে যন্তরমন্তরে উত্তেজনা ছড়ায়।সেখানে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার এই ঘটনার প্রতিবাদে ও পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শিলিগুড়িতে বামেদের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিল বের করে দার্জিলিং জেলা SFI ও DYFI। মিছিলটি শহরের প্রধান রাস্তা পরিক্রমা করে হাসমি চক হয়ে ফের অনিল বিশ্বাস ভবনের সামনে গিয়ে শেষ হয়।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasibom girişcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibom