শিলিগুড়ি, ২৯ জানুয়ারিঃ শিলিগুড়ির জ্যোতিনগর এলাকায় মৃত ছাত্রের বাড়িতে গেলেন দুই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিখা চ্যাটার্জী।
উল্লেখ্য, গত মঙ্গলবার শিলিগুড়িতে আত্মঘাতী হয় শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের মেধাবী ছাত্র সোমনাথ সাহা।ঘটনার পর আজ তার বাড়িতে ছুটে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।এদিন মৃত ছাত্রের বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানায় বিধায়কেরা।
এলাকায় এখনও শোকের আবহ।ছেলের ছবি আগলে অঝোরে কেঁদেই চলেছেন সোমনাথের মা।দুই বিধায়ককে সামনে পেয়ে পরিবারের প্রশ্ন কেন খুলছে না স্কুল? আজ স্কুল খোলা থাকলে এভাবে সোমনাথ হারিয়ে যেত না।মানসিক অবসাদ গ্রাস করত না মেধাবী সোমনাথকে।
এই বিষয়ে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, স্কুল খোলা দরকার।কোভিডকালে ছাত্রছাত্রীদের অবসাদ কাটাতে কিছু একটা করুক সরকার।