শিলিগুড়ি, ৩ ডিসেম্বরঃ অশান্ত বাংলাদেশ।বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসের বিরুদ্ধে শিলিগুড়িতে পড়লো পোস্টার।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।এই সরকার গঠন হওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বেড়েই চলেছে।বাংলাদেশ ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি।তার আঁচ এসে পড়েছে এপাড়েও।
ভারতবর্ষেও প্রতিবাদে সামিল হয়েছেন মানুষ।বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও প্রতিবাদে সামিল হয়েছেন মানুষ।এরই মধ্যে শহরজুড়ে পড়লো ইউনুস বিরোধী পোস্টার।শিলিগুড়ির বিভিন্ন স্কুলে ঢোকার সামনে রাস্তায় লাগানো হয়েছে এই পোস্টার।