শিলিগুড়ি, ১৪ আগস্টঃ শিলিগুড়িতে নাবালিকা পাচারের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলো শিলিগুড়ি জংশন জিআরপি।ধৃতের নাম মহম্মদ সলমান।বিহারের দ্বারভাঙা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট নাবালিকা পাচারের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার হয় এক সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী। পাশাপাশি পাচারের অভিযোগে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করে শিলিগুড়ি জংশন জিআরপি থানা। অভিযোগ, চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুই নাবালিকাকে দিল্লীতে পাচার করার পরিকল্পনা ছিল। শিলিগুড়ি জংশন জিআরপিতে এনিয়ে অভিযোগ দায়ের হতেই প্রথমে মহম্মদ নাসিরুদ্দিন ও সাহেদা আনসারি নামে দুজনকে গ্রেফতার করে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দুই নাবালিকাকে এনজেপি থেকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় আরও তিন মহিলাকে। ধৃতদের নাম সুহানা আনসারি, জারিনা বেগম ও জয়গুন নিশা আনসারি। জয়গুন নিশা আনসারি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী বলে জানা যায়।
গত ১২ আগস্ট ধৃত তিনজনকে শিলিগুড়ি আদালতে পেশ করে সুহানা আনসারিকে ৮ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে সুহানা জানায়, নাবালিকাদের নিয়ে তাঁর মহম্মদ সলমানের কাছে যাওয়ার কথা ছিল সেখান থেকে মহম্মদ সলমান দুই নাবালিকাকে দিল্লিতে নিয়ে যেত।তবে তাঁর আগেই গোটা ঘটনার পর্দা ফাঁস হয়।এরপর তদন্তে নেমে ঘটনায় ষষ্ঠ অভিযুক্তকে গ্রেফতার করা হয়।আজ ধৃতকে আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে জংশন জিআরপি।