শিলিগুড়ি, ২৬ ডিসেম্বরঃ শিলিগুড়ি শহরে নিরাপত্তা বাড়াতে এবার নজরদারির উদ্যোগ শিলিগুড়ি পুলিশের।শিলিগুড়ি শহরজুড়ে তিনটি ধাপে প্রায় ৪০০টি সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
রবিবার পুলিশ কমিশনারেটে সাংবাদিক বৈঠক করেন কমিশনার গৌরব শর্মা।তিনি জানান, শিলিগুড়ির শহরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ করে শহরের প্রধান রাস্তা থেকে শুরু করে অলিগলি সর্বত্র প্রায় ৪০০ সিসি ক্যামেরা লাগানো হবে।প্রাথমিকভাবে এই সিসি টিভি ক্যামেরাগুলি মনিটরিং করা হবে থানা থেকেই।পরবর্তীতে কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে।প্রথমধাপে প্রায় ১০০টি ক্যামেরা লাগানো হবে।পরবর্তী দুটি ধাপে বাকি ক্যামেরাগুলি লাগানো হবে।ক্যামেরাগুলির মধ্যে থাকছে নাইট ভিশন ক্যামেরা, যাতে রাতেও শহরের বিভিন্ন এলাকায় পুলিশি নজর থাকে সেকারনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এরফলে চুরি ছিনতাই এর মতো ঘটনা যেমন কমবে পাশাপাশি আইনশৃঙ্খলার পরিস্থিতির ওপরেও নজর রাখতে পারবে পুলিশ আধিকারিকেরা।