শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা

শিলিগুড়ি, ২২ মার্চঃ লোকসভা ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।শুক্রবার শিলিগুড়ির মাল্লাগুড়ি হনুমান মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা।


এদিন পুজো দিয়ে দলীয় কর্মীদের মধ্যে প্রসাদ বিতরন করেন।এরপর মাল্লাগুড়ি থেকে মিছিল করে প্রচার শুরু করেন গোপাল লামা।এদিনের প্রচারে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ দলের অন্যান্য কর্মী সমর্থকরা।

এদিন গোপাল লামা বলেন, সাধারণ মানুষের উৎসাহ দেখে খুব ভালো লাগছে। আমি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। ডবল ইঞ্জিন নয় চারটে ইঞ্জিন নিয়ে আমরা দার্জিলিং জেলায় উন্নয়ন করবো।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সমস্ত প্রকল্প গুলি নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি।দীর্ঘদিন পাহাড় ও সমতলে কাজ করেছি।মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ মত মানুষের কাজ করবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *