শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ রবিবার ২৫ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস। মহালয়ার সকালে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের নদীগুলি বাচানোর আবেদন নিয়ে সচেতনতা প্রচার করল শহরের বিভিন্ন সংগঠন।
রবিবার সকালে লালমোহন মৌলিক ঘাটে পরিবেশপ্রেমীদের সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সচেতনতা প্রচার করেন। শিলিগুড়ির অন্যতম মহানন্দা নদীর দূষণ মাত্রাতিরিক্ত ভাবে বেড়েছে। যা নিয়ে গ্রিন ট্রাইব্যুনালে মামলাও হয়েছে।
মহানন্দাকে বাঁচাতে দীর্ঘ বহু বছর ধরে আওয়াজ তুলেছে শহরের নানা সংগঠন। এরপরও নদী দূষণ বন্ধ করা যায়নি নানা কারণে। যেকারণে শহরবাসীকে সচেতন করতে নদী দিবসে এগিয়ে এলো সংগঠনগুলি। রবিবার তর্পণের জন্য ঘাটে আসা নাগরিকদের সচেতন করা হয়। এছাড়াও মহানন্দা নদীর সামনে প্ল্যাকার্ড নিয়ে একটি র্যালি করে সকলে।