শিলিগুড়ি, ৭ জুলাইঃ মদের নামে গ্রাহকদের বিক্রি করা হচ্ছিল বিষ।শিলিগুড়িতে এই কারবারের পর্দাফাঁস করলো প্রধাননগর থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।
জানা গিয়েছে, দেবীডাঙ্গার মিলনমোড় সংলগ্ন এলাকায় একটি বাড়িতে বিপদজ্জনক স্পিরিট দিয়ে নকল মদ তৈরি করা হচ্ছিল।এরপর এই নকল মদ নামী দামী কোম্পানির লোগো লাগিয়ে কার্টনে করে পাঠানো হত বাজারে।এই মদই কিনছিলেন গ্রাহকেরা।এই খবর পায় প্রধাননগর থানার পুলিশ।এরপরই শনিবার রাতে অভিযান চালিয়ে নকল মদের কারবারের পর্দাফাঁস করে পুলিশ।সেখান থেকে উদ্ধার হয় ২ হাজার ৪০ বোতল নকল মদ, ৮০ লিটার কাঁচা স্পিরিট, নামী দামী কোম্পানির লোগো এবং খালি বোতল।যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।ঘটনায় গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে।ধৃতের নাম দিলীপ মন্ডল(৩৯)।হাকিমপাড়ার বাসিন্দা ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, এই কারবার দীর্ঘদিন ধরেই চলছিল।এই বিষাক্ত মদ বিহার, পাঞ্জাব এবং শিলিগুড়ির বাজারে বিক্রি করা হচ্ছিল।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ।