শিলিগুড়ি, ২৪ মার্চঃ বিহার থেকে শিলিগুড়িতে চলছিল অনলাইন সেক্স র্যাকেট।চক্রের পর্দা ফাঁস করেছে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ।সেই চক্রের আরও এক মহিলাকে গ্রেফতার করলো পুলিশ।শিলিগুড়ির হায়দারপাড়া থেকে গ্রেফতার হয় মহিলা।ধৃত মহিলার নাম ললিতা বর্মন ওরফে চন্দনা।
উল্লেখ্য, অখিলেশ কুমার নামে এক ব্যক্তি বিহারে বসেই শিলিগুড়ির বাসিন্দা চন্দা শাহ ওরফে জয়ার মাধ্যমে সেক্স র্যাকেট চালাতো।২০২২ সালের ডিসেম্বর মাসে বিষয়টি জানতে পারে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ।এরপরই গ্রেফতার করা হয় চন্দা শাহ, মিজানুর ইসলাম এবং সম্রাট সরকারকে।এই ঘটনার তদন্তে নেমে মহিলা থানার পুলিশ দুমাস পর অনলাইন সেক্স র্যাকেট চক্রের মাস্টারমাইন্ড অখিলেশ কুমারকে গ্রেফতার করে।
ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করে ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়।ধৃত অখিলেশ কুমারকে জিজ্ঞাসাবাদ করে ললিতা বর্মনের নাম সামনে আসে।এই চক্রে মেয়েদের সরবরাহ করতো ললিতা।এরপরই ললিতার খোঁজ শুরু করে মহিলা থানার পুলিশ।বৃহস্পতিবার রাতে হায়দারপাড়া এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে ললিতা বর্মনকে গ্রেফতার করা হয়।
ধৃত মহিলাকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।