শিলিগুড়ি,৭ মার্চ: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন উত্তর একটিয়াশালে ভারত সরকারের জনঔষধী প্রকল্পের বর্ষপূর্তি পালিত হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী সহ অন্যান্যরা।
এদিন শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন উত্তর একটিয়াশাল মালডাঙ্গী মন্দির এলাকায় জনঔষধী প্রকল্পের উত্তরবঙ্গ এবং সিকিমের মূল ডিস্ট্রিবিউটর হাউজে পালিত হয় সপ্তমতম জনঔষধী দিবস। সকাল ১০টা নাগাদ শুরু হয় অনুষ্ঠান।
