শিলিগুড়ি, ৩০ জুলাইঃ শোভাযাত্রার মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করে শিলিগুড়িতে পালিত হলো বিশ্ব মানব পাচার বিরোধী দিবস।শনিবার শিলিগুড়ি মহিলা থানার উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন, সিনি, গুরুকুল সহ বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ছোট ছোট শিশুদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়।
শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা বিশ্বের সবচেয়ে বড় সমস্যা মানব পাচার।এই মানব পাচার রুখতে তৎপর প্রশাসন।তার জন্য প্রয়োজন সচেতনতা।এই কারণে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্ল্যাকার্ড হাতে ছোটো ছোটো শিশুদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহিলা থানার আইসি মমতাজ বেগম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।