শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ শিলিগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা।বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের।মৃতদের নাম ব্রিজমোহন প্রসাদ(৬৬), অরুণ কুমার গুপ্তা (৪৮) এবং রাজ কুমার গুপ্তা (৫১)। তিনজনই পশ্চিম সিকিমের বাসিন্দা।
জানা গিয়েছে, শনিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়িতে এসেছিলেন তিনজন।এরপর গভীর রাতে বাড়ি ফিরছিলেন। বেঙ্গল সাফারি সংলগ্ন আট মাইলের কাছে তাদের গাড়িতে ধাক্কা মারে অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক।
ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন। খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানেই তিনজনেরই মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে আজ সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিসিপি কাজী সামসুদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।ঘাতক ট্রাক এবংদুর্ঘটনাগ্রস্থ গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
