শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বরঃ পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদে সরব হল যুব তৃণমূল।
জানা গিয়েছে, শনিবার দার্জিলিং জেলা যুব তৃণমূলের ১ নম্বর টাউন কমিটির পক্ষ থেকে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ সভা করা হয়।এদিনের বিক্ষোভ সভায় কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব হন যুব তৃণমূলের সদস্যরা।পাশাপাশি পেট্রোল পাম্পে আসা গাড়ি চালকদের একটি করে কুপন দেওয়া হয়।পেট্রোল নেওয়ার পর কেন্দ্রীয় সরকার কত টাকা জনগণের থেকে ট্যাক্স নিচ্ছে সেই কুপন পূরণ করানো হয়।
এদিন যুব তৃণমূলের এই প্রতিবাদ বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ, যুব সভাপতি কুন্তল রায় সহ তৃণমূলের ১ নম্বর টাউন কমিটির নেতৃত্বরা।
অন্যদিকে, একই দাবিতে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের ২ নম্বর টাউন কমিটির পক্ষ থেকে শিলিগুড়ির বক্সী পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে যুব তৃণমূলের নেতৃত্বরা।এদিন দার্জিলিং জেলার অন্তর্গত মোট ৬৬টি পেট্রোল পাম্পেই যুব তৃণমূলের তরফে এই কর্মসূচি পালন করা হচ্ছে।