শিলিগুড়ি, ১৫ জুলাইঃ শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে চলছে লকডাউন।বুধবার ফের একবার ভক্তিনগর ট্রাফিক গার্ডের আইসি সুবীর দত্ত এবং এসিপি(ডিডি ২)রাজেন ছেত্রীর নেতৃত্বে শিলিগুড়িতে পুলিশের ধরপাকড় অভিযান করা হয়।শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে এই অভিযান চলে।
এদিন মাস্ক ছাড়া রাস্তায় ঘুরে বেড়ানো এবং লকডাউন উপেক্ষা করার অভিযোগে ১ জনকে আটক করে পুলিশ এবং নিয়মের তোয়াক্কা না করে টোটোতে ৪ জন যাত্রী নেওয়ার অভিযোগে দুটি টোটো আটক করা হয়।
এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি বাসের যাত্রীদের মাস্ক পরার বিষয়ে এবং মাস্ক ছাড়া যাতে কেউ বাসে না ওঠে সেই বিষয়ে বাসের চালক ও খালাসিকে সচেতন করা হয়।