শিলিগুড়ি, ১৩ জুনঃ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এবং একাধিক দাবীতে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের।
কিছুদিন আগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ বাংলার প্রাপ্য টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে কলকাতার পর শিলিগুড়িতেও ৩২ ঘন্টা ধর্না বিক্ষোভে সামিল হয়েছিল মহিলা তৃণমূল কংগ্রেস।ধর্নায় যোগ দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ অন্যান্য নেতৃত্বরা।
এবারে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মিছিল করল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির সেবক মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়।শহরের মূল রাস্তা পরিক্রমা করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে গিয়ে মিছিল শেষ হয়।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ,মিলি সিনহা, সহ অন্যান্য নেতৃত্বরা।