শিলিগুড়ি, ১০ জানুয়ারিঃ ডাবগ্রাম–ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে জনসভা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য।
এদিন জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ডাবগ্রাম–ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায়, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার জেলা সভাপতি সহ একাধিক নেতৃত্ব।
রাজ্য সরকারের বিভিন্ন নীতি ও কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান শমিক ভট্টাচার্য।২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে দলীয় কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।বলেন, ‘২৬ সালই ডেডলাইন, পরিবর্তন হবেই’।
আই-প্যাক প্রসঙ্গ টেনে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের সমালোচনা করেন উপস্থিত বক্তারা।উত্তরবঙ্গের উন্নয়নের নামে প্রকল্পের টাকা ঠিকভাবে কাজে লাগানো হয়নি বলেও অভিযোগ করেন বিজেপি নেতৃত্বরা।
