শিলিগুড়িতে প্রাইড র‍্যালির আয়োজন

শিলিগুড়ি, ২৮ ডিসেম্বরঃ শিলিগুড়িতে অষ্টমতম প্রাইড র‍্যালির আয়োজন করা হল।রঙিন পতাকা, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে নিজেদের অস্তিত্ব ও অধিকার তুলে ধরেন সমকামী, রুপান্তরকামী সমাজের মানুষেরা।


এদিন শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে র‍্যালিটি শুরু হয়।এরপর হিলকার্ট রোড পরিক্রমা করে বাঘাযতীন পার্কে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে বাঘাযতীন পার্কে সাংস্কৃতিক ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন সন্তান দত্তকের অধিকার, সমকামী বিয়েকে আইনি মর্যাদা ও সমাজে সমান অধিকারের দাবীতে আওয়াজ তোলেন তারা।  


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *