শিলিগুড়ি, ২১ অক্টোবরঃ বাংলাদেশের ঘটনা নিয়ে সরব হয়েছে গোটা দেশ।বৃহস্পতিবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির তরফে হাসমি চক থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হল।মিছিলটি সেবক মোড়, এয়ারভিউ মোড় হয়ে ফের হাসমি চকে গিয়ে শেষ হয়।
এদিন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা করা হচ্ছে।মা দূর্গার প্রতিমা এবং প্যান্ডেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।এই সমস্ত ঘটনার বিরুদ্ধে আজ আমরা পথে নেমেছি।বাংলাদেশের হিন্দুদের পাশে রয়েছে গোটা বিশ্ব।বাংলাদেশ সরকার দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন বলে জানান তিনি।