শিলিগুড়ি, ২৬ অক্টোবরঃ আরজি করের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি এবং সিবিআইয়ের দ্রুত তদন্তের দাবীতে আজ রাস্তায় নামলো দ্যা নাইট ইস আওয়ার্স সংগঠন।
আরজি করের ঘটনায় দীর্ঘদিন হয়ে গেলেও এখনও অভয়ার সঠিক ন্যায়বিচার মেলেনি।দ্রুত বিচারের দাবীতে এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে দ্যা নাইট ইস আওয়ার্স সংগঠন সহ একাধিক সংগঠন।মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মহাত্মাগান্ধী মোড় পর্যন্ত যায়।মিছিলে বহু মানুষ অংশগ্রহণ করেন।
এদিনের মিছিলে সংগঠনের সদস্য কোয়েল রায়, ডক্টর সুশ্রী সঙ্গীতা জেনা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের তরফে কোয়েল রায় জানান, এই উৎসবের মরশুমে সবাই যে উৎসবেই মেতে আছে এই ভুল বার্তা যেন না পৌঁছায় সেজন্যই এই প্রতিবাদ মিছিল।আইন ব্যবস্থার উপর ভরসা রেখে যদি সুবিচার পেতে এত দেরি হয়, তাহলে কিছু মানুষের ধৈর্য হারিয়ে যায়।ঘটনার ন্যায় বিচারের দাবীতে আমাদের বিভিন্ন কর্মসূচি চলছে।