শিলিগুড়ি, ২৮ জুলাইঃ একাধিক দাবিতে সারা ভারতের পাশাপাশি শিলিগুড়িতেও প্রতীকী অনশনে বসল অল ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ বিএসএনএল শিলিগুড়ির কর্মীরা।
জানা গিয়েছে, এদিন 4g পরিষেবার লাইসেন্স প্রদান, সঠিক সময়ে বেতন, বকেয়া অর্থ প্রদান সহ একাধিক দাবিতে এদিন প্রতীকী অনশনে বসেন বিএসএনএল কর্মীরা।
এই বিষয়ে অল ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ বিএসএনএল সংগঠনের তরফে সন্দীপন ভট্টাচার্য বলেন, ১০ দফা দাবিতে তারা এই প্রতীকী অনশন কর্মসূচি গ্রহণ করেছেন।বিএসএনএলের ৩৯ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে সেই টাকা বহুবার বলা সত্বেও প্রদান করা হচ্ছে না।বিএসএনএল কে রুগ্ন করার চক্রান্ত করা হচ্ছে।পেনশন ভুক্ত কর্মীদের সমস্যার সমাধান না করে বিএসএনএল এর টাওয়ার বেসরকারি হাতে তুলে দেওয়ার পাশাপাশি বিএসএনএলের যে সমস্ত জমি রয়েছে সেই সমস্ত জমি বিক্রি করে বিএসএনএল কে তহবিল শূন্য করার পরিকল্পনার প্রতিবাদেই আমাদের এই প্রতীকী অনশন।তিনি আরও বলেন, আমাদের দাবি না মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।