শিলিগুড়ি, ৩১ মেঃ পুজোর আগেই শিলিগুড়িতে তৈরি হয়ে যাচ্ছে নতুন বাসস্ট্যাণ্ড। তিনবাত্তি মোড়ের কাছে নতুন বাসস্ট্যান্ডে থাকছে বেশকিছু সুবিধা। বুধবার তিনবাত্তি মোড়ের কাছে বাসস্ট্যান্ডের কাজ দেখতে সেখানে গিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
পুজোর আগেই বাসস্ট্যান্ডের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে যাবে। ২.৪ একর জমিতে নতুন বাসস্ট্যান্ডটি তৈরি হচ্ছে। যেখান থেকে ২৩ টি বাস চলাচল করবে।শিলিগুড়ির কোর্টমোড়ের লোকাল বাসস্ট্যান্ডটিকে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। নতুন বাসস্ট্যান্ড থেকে লোকাল বেসরকারি বাসগুলি চলবে।এছাড়াও কিছু রুটের এনবিএসটিসি বাসও সেখান থেকে চলবে।
বুধবার সকালে সেখানে আধিকারিকদের থেকে সেখানকার কাজের ব্যাপারে খোঁজ নেন মেয়র ও এনবিএসটিসি এর চেয়ারম্যান।বাসস্ট্যান্ড যাত্রীদের থাকার জন্য ঘরের ব্যবস্থা সহ বেশকিছু সুযোগ সুবিধা থাকবে বলে জানা গিয়েছে।